প্রাণঘাতি করোনার আগে ঘরের মাঠে সাত ম্যাচ খেলে মাত্র দুই জয় পাওয়া কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যেন পাল্টে গেছে সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি পর্বে নিজের প্রথম ম্যাচে টানা জয় তুলে প্লে-অফের স্বপ্ন দেখছে কলকাতা। টানা জয়েই যেন কপাল পুড়ছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও তাকে বসিয়ে রেখেছে।
আইপিএলে সাকিবকে একাদশের বাইরে রাখার হ্যাটট্রিক করলো কলকাতা। রোববার (২৬ সেপ্টেম্বর) দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে কলকাতা।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া কলকাতার অধিনায়ক ইয়ান মরগ্যান একাদশে কোনো পরিবর্তন আনেননি। আবুধাবি পর্বের প্রথম দুই ম্যাচ জেতায় উইনিং কম্বিনেশন নিয়েই খেলছেন তিনি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কলকাতা। চেন্নাইয়ের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে আরও এক ধাপ এগিয়ে যাবে সাকিবের দল কলকাতা।
অন্যদিকে, কলকাতার সমান ৯ ম্যাচ খেলা চেন্নাই সুপার কিংস ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। আর ১০ ম্যাচে ৮ জয় ও দুই হারে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটাল্স।
কলকাতা একাদশ
ইয়ান মরগ্যান (অধিনায়ক), শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লুকি ফার্গুসন, প্রসিধ কৃষ্ণা, বরুন চক্রবর্তী।
চেন্নাই একাদশ
রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলেউড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]