হারের বৃত্তে হায়দরাবাদ, পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১
হারের বৃত্তে হায়দরাবাদ, পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

ভুলের যাওয়ার মতো এক আসর কাটাচ্ছে সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে অষ্টম ম্যাচে এসে সপ্তম হারের মুখ দেখল দলটি।

বুধবার (২২ সেপ্টেম্বর) ১৪তম আসরের ৩৩তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ বিপদে ছিল হায়দরাবাদ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে তারা।

দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন আব্দুল সামাদ। এছাড়াও ২২ রান করে আফগান লেগ স্পিনার রশিদ খান। দিল্লির হয়ে কাগিসো রাবাদা তিনটি এবং এনরিখ নরকিয়া ও অক্ষর প্যাটেল দুইটি করে উইকেট করে শিকার।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২০ রানে বিদায় নেন দিল্লির ওপেনার পৃথ্বী শ। শুরুতে ধাক্কা খেলেও দলকে সঠিক পথে রাখে ওপেনার শিখর ধাওয়ান এবং শ্রেয়াস আইয়ার। ৩৭ বলে ৪২ করে ধাওয়ান বিদায় নিলেও দেখেশুনে খেলে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ঋষাভ পান্থ এবং শ্রেয়াস আইয়ার।

শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে ৪১ বলে ৪৭ রান করেন আইয়ার এবং ধাওয়ান ৩৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন।

আইপিএলের ১৪তম আসরে আট ম্যাচ খেলে এটি হায়দরাবাদের সপ্তম হার। অপরদিকে ৯ ম্যাচে আট জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে মোস্তাফিজের অধিনায়ককে জরিমানা

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করলো তালেবান

সাকিবদের বিপক্ষে মাঠে ফিরছেন রোহিত

সাকিবদের বিপক্ষে মাঠে ফিরছেন রোহিত

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ

যে কারণে আফগানিস্তানে আইপিএল নিষিদ্ধ