প্রাণঘাতি করোনার কারণে ঘরের মাঠে শেষ করতে পারেনি ১৪তম আইপিএল। দীর্ঘদিন বন্ধ থাকার পর আরব আমিরাতে শুরু হলেও এবার সেখানেই হানা দিয়েছে করোনা। টুর্নামেন্টের দল সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনিসহ সংস্পর্শে আরও ছয়জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বলা হয়, পিসিআর পরীক্ষায়ও কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছেন টি নটরাজন।
বিজ্ঞপ্তি বলা হয়, টি নটরাজন পজিটিভ হলেও শরীরের করোনার কোন উপসর্গ দেখা যায়নি। এছাড়া তার সংস্পর্শে আসায় হায়দরাবাদের আরও এক খেলোয়াড়সহ ছয়জনকেও দল থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে।
টি নটরাজন ছাড়া আইসোলেশনে রাখা ছয়জন হলেন- খেলোয়াড় বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও থেরাপিস্ট শ্যাম সুন্দর জে, দলের চিকিৎসক অঞ্জনা ভান্নান, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকর এবং নেট বোলার পেরিয়াসামি গণেশান।
এদিকে, আজ (বুধবার) দিনের একমাত্র খেলায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামার সূচি রয়েছে। মাঠে নামার আগে দলের দুইজন খেলোয়াড়সহ পাঁচ স্টাফকে আইসোলেশনে রাখায় বেশ ধাক্কা খেল হায়দরাবাদ।
টি নটরাজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়া দলের বাকি সদস্যেরও পরীক্ষা করা হয়েছে। তবে বুধবার সকালে আরটি-পিসিআর পরীক্ষায় বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে। যার ফলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদের ম্যাচটি নিয়ে শঙ্কা কেটে গেছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]