চার ক্যাচ মিস করে ম্যাচ প্রায় হাতছাড়া করেই ফেলেছিল রাজস্থান রয়্যালস। তবে মোস্তাফিজুর রহমান এবং কার্তিক ত্যাগীর শেষ দুই ওভারের দুর্দান্ত বোলিংয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে রাজস্থান। তবে জয় পেয়ে বেশি একটা স্বস্তিতে নেই তারা। স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছেন মোস্তাফিজের দলপতি সাঞ্জু স্যামসন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসকে ২ রানের হারানোর ম্যাচে ইনিংস শেষ করার জন্য নির্ধারিত সময়ের থেকে বেশি সময় নিয়েছে রাজস্থান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে এটি রাজস্থানের প্রথম অপরাধ হওয়ায় শাস্তির মাত্রাটা বড় হয়নি।
ম্যাচ শেষে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে সাঞ্জু স্যামসনের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি মৌসুমে প্রথমবার এ ঘটনা ঘটায় স্যামসনকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
চলতি মৌসুমে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা আরও বেশি হবে। তখন দলের অন্যান্য খেলোয়াড়দেকেও গুনতে হবে জরিমানা।
টি-টোয়েন্টি ক্রিকেটে নির্ধারিত ২০ ওভার শেষ করার জন্য ৯০ মিনিট সময় বেঁধে দেওয়া থাকে। এর বাইরে আরও ৫-৭ মিনিট সময় নেন ম্যাচ রেফারিরা।
তবে মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষ করতে ১১০ মিনিট সময় নিয়েছে। অতিরিক্ত ২০ মিনিট সময় নেওয়ায় তাকে জরিমানা করা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]