স্থগিত আইপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষের একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। করোনার কারণে ভারতের মাঠে স্থগিত হওয়া আইপিএলের বেশ কয়েকটি ম্যাচেও সাকিবকে বসিয়ে রেখেছিল কলকাতা।
প্রাণঘাতি করোনার কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশের খেলা আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ও টুর্নামেন্টের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে বেঙ্গালোর ও কলকাতা।
সোমবার (২০ সেপ্টেম্বর) দিনের একমাত্র ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে কোহলির এটি ২০০তম ম্যাচ।
আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে বসিয়ে রেখে ক্যারিবিয়ান অফ স্পিনার সুনিল নারাইনকে একাদশে সুযোগ দিয়েছে কলকাতা। স্থগিত হওয়ার আগে ভারতের মাটিতেও অবশ্য খুব বেশি ভালো করতে পারেননি সাকিব।
ভারতের মাটিতে সাকিব কলকাতার হয়ে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৮ রান। অন্যদিকে, বল হাতে রান দিলেও তিন ম্যাচে ২টি উইকেট শিকার করতে পেরেছিলেন।
এছাড়া ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজেও ভালো করতে পারেননি সাকিব। চার ম্যাচে ৪৫ রানের পাশাপাশি উইকেট শিকার করেছেন মাত্র ৪টি। ফলে শুরুতেই হয়তো সাকিবের উপর আস্থা রাখতে পারছে না কলকাতা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]