আইপিএলে খেলতে আজ (শনিবার) ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। গত দুইবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মোস্তাফিজ এবার মাঠ মাতাবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর বরাবর কলতাকার হযে খেলা সাকিব এবার খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এদিকে মোস্তাফিজ আজ চলে গেলেও সাকিব ভারত যাচ্ছেন আগামী ২ এপ্রিল।
এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ৭ এপ্রিল থেকে। ওইদিন মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৯ এপ্রিল, সেটা রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এর ঠিক এক সপ্তাহ আগে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে ২ এপ্রিল (সোমবার) দেশ ছাড়বেন বাংলাদেশ আইকন।
জেট এয়ারওয়েজ যোগে ওইদিন বিকেল সাড়ে ৫টায় স্বপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা যাবেন সাকিব। সেখান থেকে হায়দরাবাদের বিমান ধরবেন টেস্ট ও ওয়ানডের বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১১ সাল থেকে টানা ৭ বছর কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব আল হাসান। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে কলকাতা। ফলে এ সুযোগ লুফে নিয়েছে সানরাইজার্স।