ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামার যেন তর সইছে না বাংলাদেশের কাটার মাস্টার বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানের। আজ (শনিবার) বিকেলে আইপিএল খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন ফিজ।
ভারতের যাবার জন্য বিমানে নিজ আসনে বসে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ খবর জানান মোস্তাফিজ নিজেই। ছবি ক্যাপশনে ফিজ বলেন, ‘আইপিএলে খেলার সময় হয়ে গেছে, ভারতে যাচ্ছি। মুম্বাই ইন্ডিয়ানস স্কোয়াডে যোগ দিতে আর তর সইছে না।’
২০১৬ সালে প্রথমবারের মত আইপিএলে খেলতে নামেন মোস্তাফিজ। প্রথম আসরেই ক্রিকেট বিশ্বকে চমকে দেন তিনি। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১৭ উইকেট নিয়ে ওই আসরে প্রথম বিদেশি হিসেবে ‘সেরা উদীয়মান’ খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন ফিজ। তবে গেল মৌসুমে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তাই আসন্ন আসরের নিলামে মোস্তাফিজ ছেড়ে দেয় হায়দারাবাদ।
এবার ফিজের নতুন ঠিকানা বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আসন্ন আসরে ভালো পারফরমেন্স করতেই বেশ আগে ভাগেই মুম্বাইয়ের স্কোয়াডে যোগ দিচ্ছেন ফিজ। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১১তম আসর।