বল টেম্পারিংয়ের অভিযোগে নিষিদ্ধ হবার আগেই সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ওয়ার্নার। নিষিদ্ধ হওয়ার পর আইপিএল কর্তৃপক্ষও ওয়ার্নারকে নিষিদ্ধ করে। ফলে অধিনায়ক হারান হায়দরাবাদ কর্তৃপক্ষ।
তবে কেন উলিয়ামসনকে দলের অধিনায়ক হিসেবে নিলেও ওয়ার্নারের জায়গাটা খালিই ছিল। এবার এটাও পূরণ করলো হায়দরাবাদ কর্তৃপক্ষ। ওয়ার্নারের জায়গায় সানরাইজার্স হায়দরাবাদ দলে ডাক পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। শনিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বল টেম্পারিংয়ে জড়িত থাকার দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ৩১ বছর বয়সি ওয়ার্নার। তার স্থলে হেলসকে ১০ মিলিয়ন ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ১৪৫৬ রান সংগ্রহে রয়েছে মারকুটে এই ব্যাটসম্যানের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি পাওয়া একমাত্র ইংলিশ খেলোয়াড় ২৯ বছর বয়সি হেলস আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাংকিংয়ে সপ্তম স্থানে আছেন।