চোট সারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরবেন শ্রেয়াস আইয়ার। তখন থেকে কথা হচ্ছিলো কে হবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক? নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে দিল্লির অধিনায়কত্বের দায়িত্বভার পেয়েছিলেন ঋষাভ পান্থ। তবে চলতি মৌসুমে অধিনায়কের দায়িত্বে তিনিই থাকছেন বলে জানা গেছে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে শুরু হয়েছিল আইপিএলের ১৪তম আসর। আইপিএল শুরুর কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে কাঁধে চোট পান শ্রেয়াস আইয়ার। এতেই আইপিএল থেকে ছিটকে যান তিনি।
করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথেই স্থগিত করা হয় আইপিএলের ১৪তম আসর। চলতি বছরের সেপ্টেম্বরে আবারও মাঠে ফিরবে আইপিএল। এতে করেই ১৪তম আসরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন শ্রেয়াস আইয়ার।
এর আগে আইপিএলের ১৩তম আসরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রেয়াস আইয়ার। তার অধিনায়কত্বেই প্রথমবারের মতো আইপিএলের ফাইনাল খেলে দিল্লি। তাই তো তাকেই নিয়মিত অধিনায়কের দায়িত্ব দিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট।
এদিকে ঋষাভ পান্থের নেতৃত্বে আইপিএলের প্রথমভাগে আট ম্যাচ খেলে ছয় ম্যাচেই জিতেছে দিল্লি। পয়েন্ট টেবিলের শীর্ষ দলও দিল্লি।
দিল্লির দলীয় সূত্র জানায়, দারুণ অধিনায়কত্বের জন্য ঋষাভ পান্থকে সরাতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। চলতি মৌসুমের বাকি অংশেও অধিনায়ক হিসেবে পান্থের উপর ভরসা রাখতে চাচ্ছে তারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]