নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ এএম, ২১ আগস্ট ২০২১
নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

বাংলাদেশে বিপক্ষে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন অজি পেসার নাথান এলিস। অভিষেকে আলো ছড়ানো এলিসকে দলে ভেড়াতে আগ্রহী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিন দল।

বিগব্যাশের সর্বশেষ মৌসুমে হোবার্ট হ্যারিকেনসের হয়ে ১৪ উইকেট শিকার করেছিলেন নাথান এলিস। বিগব্যাশে দুর্দান্ত পারফর্ম করেই ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরের দলে জায়গা পান এলিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক না হলেও বাংলাদেশের বিপক্ষে প্রথমবারে মতো মাঠে নামেন।

টাইগারদের বিপক্ষে সিরিজ শুরুর একদিন আগে পেসার রাইলি মেরেডিথ ইনজুরিতে পড়লে এলিসের ভাগ্য খুলে যায়। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে নামেন।

অভিষেক ম্যাচেই বাংলাদেশের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে অভিষেকেই হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান এলিস। এমন অভিষেকের পর থেকেই তাকে দলে পেতে উঠে পড়ে লেগেছে আইপিএলের তিনটি ফ্রাঞ্চাইজি। তবে কোন কোন ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়াতে চায় তা এখনও নিশ্চিত করেনি কোনো সংবাদমাধ্যম।

বেশিরভাগ বোর্ড ক্রিকেটারদের আইপিএলের স্থগিতকৃত অংশে খেলার অনুমতি দিয়েছে। তবে এরপরও অনেক ক্রিকেটার ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে আসবেন না বলে ধারণা করা হচ্ছে। তাই নতুন ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল একাদশে সুযোগ না পেলেও আরব আমিরাত যাবেন নাথান এলিস। অস্ট্রেলিয়া দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন তিনি। এর মধ্যে আইপিএল খেলার সুযোগ পেয়ে ভালো করতে পারলে হয়তো বিশ্বকাপের মঞ্চেও দেখা যেতে পারে এলিস ঝলক।

করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথেই স্থগিত করা হয় চলতি বছরে আইপিএল। তবে আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে আইপিএলের স্থগিতকৃত অংশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের ছাড়পত্র পেল প্রোটিয়া ও ইংলিশ ক্রিকেটাররা

আইপিএলের ছাড়পত্র পেল প্রোটিয়া ও ইংলিশ ক্রিকেটাররা

আইপিএলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বেধে দিল বিসিসিআই

আইপিএলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বেধে দিল বিসিসিআই

আফগানিস্তান সিরিজ স্থগিত, আইপিএল খেলতে বাধা নেই অজি ক্রিকেটারদের

আফগানিস্তান সিরিজ স্থগিত, আইপিএল খেলতে বাধা নেই অজি ক্রিকেটারদের