আইপিএলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বেধে দিল বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৭ এএম, ২০ আগস্ট ২০২১
আইপিএলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময় বেধে দিল বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশ চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। স্থগিতকৃত অংশের জন্য ফ্রাঞ্চাইজিগুলোকে ফল ঘোষণার জন্য শুক্রবার (২০ আগস্ট) পর্যন্ত সময় বেধে দিয়েছে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে বিদেশি ক্রিকেটারদের নিশ্চিত করতে এটি যথেষ্ট সময় নয় বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের আইপিএল খেলার অনুমতি দিয়েছে। তবে ক্রিকেটাররা আইপিএলে খেলতে আসবেন না কি না তা এখনও নিশ্চিত করেনি। বেশিরভাগ ফ্রাঞ্চাইজির মূল ভরসা ইংলিশ এবং অজি ক্রিকেটাররা। তারা না আসলে ফ্রাঞ্চাইজিগুলো বেশ বিপদে পড়বে। তাই চূড়ান্ত সময়ের মধ্যে দল গঠন করা কঠিন হয়ে পড়েছে।

ইংলিশ এবং অজি ক্রিকেটারদের বিষয়ে এক ফ্রাঞ্চাইজি কর্মকর্তা বলেন, ‘২০ আগস্টের মধ্যে ফাইনাল স্কোয়াড ঘোষণা করতে বলা হয়েছে। তবে আমরা এখনও বিদেশি ক্রিকেটারদের সবাইকে নিশ্চিত করতে পারিনি।’

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হওয়ায় অনেক ক্রিকেটারই আইপিএল খেলতে ইচ্ছুক। আবার অনেক ক্রিকেটার ব্যস্ত আন্তর্জাতিক সূচি থেকে ফুসরত পেয়ে পরিবারকে সময় দিতে চান। এ কারণেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান ফ্রাঞ্চাইজি কর্মকর্তা।

তিনি বলেন, ‘আমরা এখনও কিছু ক্রিকেটারদের সাথে কথা বলছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব আমিরাতে হওয়ায় আমরা আশাবাদী। সকল ক্রিকেটারই হয়তো আসবে, এখনও আমরা কিছু ক্রিকেটারদের পাওয়ার অপেক্ষায় আছি।’

এ সময়ের মধ্যে দল ঘোষণা কঠিন বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। যদি এটাই দল ঘোষণার শেষ সময় হয়, তাহলে নিয়ম মেনেই দল ঘোষণা করবে বলে জানিয়েছে।

দল ঘোষণার বিষয়ে ফ্রাঞ্চাইজিগুলো বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে বিসিসিআই এখনও কিছু জানায়নি। এর কারণে দলগুলো বেশ বিপদে পড়েছে। আমরা ক্রিকেটারদের পাওয়ার বিষয়টি খবরে দেখেছি। তবে তা এখনও বিসিসিআই আমাদেরকে নিশ্চিত করেনি।এ কারণেই ২০ তারিখ খুবই দ্রুত সময় বলে মনে হয়। আরও কিছুদিন সময় পেলে ভালো হত। সময় বাড়ানো না হলে নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণা করা হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টিতে নাম লেখাচ্ছেন আজহার আলী

কাউন্টিতে নাম লেখাচ্ছেন আজহার আলী

তিনজনকে সরিয়ে শীর্ষ দু’য়ে রুট

তিনজনকে সরিয়ে শীর্ষ দু’য়ে রুট

আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি

আফগানিস্তান ক্রিকেটে দৃষ্টি রাখছে আইসিসি

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী

লর্ডসে জয় পাওয়া বিশেষ কিছু : রবি শাস্ত্রী