টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজটি স্থগিত করেছে। এর ফলে ১৯ সেপ্টেম্বর থেকে স্থগিত আইপিএলের বাকি অংশে খেলতে আর কোন বাধা থাকলো না অজি ক্রিকেটারদের।
স্থগিত হওয়া ১৪তম আসরের বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আইপিএলের বাকি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেটারদের অনুমতি দিবে কি-না তা নিয়ে সংশয় ছিল। কারণ একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল তাদের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি ছিল অস্ট্রেলিয়ার। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজটি স্থগিত করেছে। ফলে
আইপিএল চলাকালে আন্তর্জাতিক কোন সিরিজ না থাকায় অজি ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শনিবার (১৪ আগস্ট) আইপিএলে প্রোটিয়া এবং ইংলিশ ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করেছে বিসিসিআই।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করে ইংলিশ ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ করে দিয়েছে। এছাড়াও ইংলিশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাবে বলে জানিয়েছে।
একই সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সূচি না থাকায় আইপিএলে খেলার অনুমতি পেতে পারেন বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, অপরদিকে মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]