করোনাভাইরাসের কারণে আইপিএল পুরোপুরি শেষ না হওয়ায় আসন্ন সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। আরব আমিরাতে আইপিএলের বাকি অংশের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই দলগুলো আরব আমিরাতে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছে। আয়োজকদের পক্ষ থেকে এবার নতুন এক নিয়ম জানানো হয় যেটা অনুসরণ করলে খেলোয়াড়দের থাকতে হবে না বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে।
আরব আমিরাতে এবার আয়োজন সফল করার লক্ষ্যে ১৪টি বায়ো-বাবল তৈরি করছে আয়োজকরা। যার মধ্যে ৮টি ব্যবহার করে দলগুলো। ৩টি ম্যাচ অফিসিয়াল, ম্যাচের আয়েোজকদের জন্য। বাকি তিনটি ব্রডকাস্টার এবং তাদের কর্মী ও ধারাভাষ্যকরদের জন্য।
বিসিসিআই জানায়, কোন ক্রিকেটার যদি ইতিমধ্যেই বায়ো-বাবলে থাকে তাহলে সেই খেলোয়াড় সরাসরিই আইপিএলের বায়ো-বাবলে প্রবেশ করতে পারবে। অর্থাৎ, আইপিএলের বায়ো-বাবলে প্রবেশের জন্য ওই খেলোয়াড়কে আলাদা করে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
তবে, বায়ো-বাবলের বাইরে থাকা কোন ক্রিকেটার আইপিএলের বায়ো-বাবলে প্রবেশের আগে বাধ্যতামূলক ছয় দিনের কোয়ারেন্টাইন অবশ্যই পালন করতে হবে।
এদিকে, শ্রীলঙ্কায় গিয়ে করোনা আক্রান্ত হওয়া ভারতের দুই ক্রিকেটার সহ তাদের স্পর্শে আসা ৯ ক্রিকেটারও আইপিএলের বায়ো-বাবলে সরাসরি প্রবেশ করতে পারবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।
৪৬ পাতার হেলথ রিপোর্ট এ আরও বলা হয় ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান থেকে যে খেলোয়াড়েরা যাবেন, তাঁদের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট দেখাতে হবে। এবং সেই রিপোর্ট যাতে স্ক্যান করা যায়, তার জন্য ‘কিউআর’ কোড থাকাও বাধ্যতামূলক। সেটি দুবাইয়ে বিমান থেকে নামার পর ওখানকার স্বাস্থ্য আধিকারিকরা পরীক্ষা করবেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]