করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। আইপিএলের স্থগিতকৃত অংশের জন্য আবারও সূচি ঘোষণা করেছে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সে সূচি অনুয়ায়ী আইপিএল শুরু হতে এখনও প্রায় দেড় মাস সময় বাকি আছে। তবে বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ১০ আগস্টের পর থেকে দুবাইয়ে যেতে পারবে আইপিএলের দলগুলো।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের বেশ আগে ভাগেই দুবাইয়ে ক্যাম্প গড়তে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ আগস্ট দুবাইয়ে পাড়ি জমাবে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই। বিষয়টি নিশ্চিত করেছে করেছে চেন্নাই সুপার কিংসে প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৪তম আসরের স্থগিতকৃত অংশ। দুবাইয়ের কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এক মাস আগেই দুবাইয়ে পাড়ি জমাবে চেন্নাই। দলের সাথে যোগ দিবেন কাপ্তান মহেন্দ্র সিং ধোনি।
ধোনির যোগ দেওয়া এবং ক্রিকেটারদের বিষয়ে কাশি বিশ্বনাথ জানান, ‘১৩ আগস্ট আমরা ভারত ত্যাগ করার পরিকল্পনা করছি। ধোনি এবং জাতীয় দলের বাইরে থাকা সকল ক্রিকেটারদেরকে নিয়ে দুবাই যাবো।’
আইপিএলের সর্বশেষ দুই আসরে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি চেন্নাই সুপার কিংস। তবে ১৪তম আসরে শুরু থেকেই বেশ ছন্দে আছে চেন্নাই। এবারের আসরের সাত ম্যাচে খেলে পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে।
আইপিএলের ১৪তম আসরের পয়েন্ট টেবিলের দুই নম্বরের অবস্থান করছে চেন্নাই। আইপিএলের স্থগিত অংশ শুরু হওয়ার দিনেই মাঠে নামবে চেন্নাই। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স।
চেন্নাই সুপার কিংস দলে থাকা বিদেশি ক্রিকেটার মধ্যে ফ্যাফ ডু প্লেসিস আইপিএলের স্থগিতকৃত অংশে নাও থাকতে পারেন। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন এ প্রোটিয়া ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]