ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্থগিতকৃত অংশ খেলবেন না অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইপিলের ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন কামিন্স। তবে স্থগিতকৃত অংশে তাকে আর দেখা যাবে না।
করোনাভাইরাস মহামারির কারণে মাঝ পথেই আইপিএলের ১৪তম আসর স্থগিত করা হয়েছিল। তবে দ্য বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই) চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে বলে জানিয়েছে। ইতিমধ্যে স্থগিতকৃত অংশের জন্য ফিকচারও প্রকাশ করেছে বিসিসিআই।
অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স তার নিজের ইউটিউবে চ্যানেলে জানিয়েছে এ মুহূর্তে তার পক্ষে আইপিএলে খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বেশ কষ্টকর। তবে আইপিএল খেলার বিষয়ে আরও কিছুদিন ভাবতে চান তিনি।
কামিন্স বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি আইপিএলের এ অংশে খেলতে পারবো না। তবে এটা আমার আনুষ্ঠানিক কোনো বক্তব্য না। আমার স্ত্রী সন্তান সম্ভবা। আইপিএলের চলাকালীন সময়ে আমাদের সন্তান পৃথিবীতে আসবে।’
আইপিএল চলাকালীন অনাগত সন্তানকে দেখতে দেশে ফিরে বেশ ঝামেলায় পড়বেন প্যাট ক্যামিন্স। এ বিষয়ে তিনি বলেন, ‘এ মুহূর্তে অস্ট্রেলিয়াতে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। আইপিএল খেলে দেশে ফিরতে হলে আমাকে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করতে হবে।’
বর্তমানে কোয়ারেন্টাইন পালন করতেও অনিচ্ছুক এ অজি পেসার। তিনি জানান, ‘সম্ভবত আরব আমিরাতেও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই আমার জন্য সেখানে গিয়ে খেলা বেশ কষ্টকর।’
বুধবার (৪ আগস্ট) বিসিসিআই ফ্রাঞ্চাইজিগুলোকে নিশ্চিত করেছে ইংলিশ ক্রিকেটাররা আইপিএল খেলতে আসছেন। আইপিএল খেলার সুযোগ করে দিতেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এছাড়া ক্রিকেট নিউজিল্যান্ডের প্রধান নিশ্চিত করেছে কিউই ক্রিকেটাররা আইপিএলে খেলবেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]