আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২৫ মার্চ ২০১৮
আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান কেপটাউন টেস্টে ‘বল টেম্পারিং’ করে বেশ বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়ার অধিনাকত্ব হারানোর পর এবার আইপিএলেও নেতৃত্ব হারালেন স্মিথ।

আইপিএলে দুই বছর নিষিদ্ধ থাকার পর এবার আবার ফিরেছে রাজস্থান রয়্যালস। ফিরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ও তারকা ক্রিকেটারের হাতে তুলে দেয় দলের দায়িত্ব। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘বল টেম্পারিং’-এর ঘটনায় জড়িত থাকায় স্মিথকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান কেপটাউন টেস্টে ‘বল টেম্পারিং’ করে ধরা থাওয়ার পর দলীয় সিদ্ধান্তেই ক্যামেরন বেনক্রফট এ কাজ করেছেন বলে স্বীকার করেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে তীব্র সমালোচনার মুখে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, বল টেম্পারিং-এর ঘটনায় তীব্র সমালোচনার মাঝে আলাপ-আলোচনার করে অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে চলমান টেস্টের বাকি সময়টাতে নেতৃত্ব থেকে সরিয়ে (স্টেপ ডাউন) দেয়া হয়েছে। আর এতে সম্মতি দিয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

এছাড়া ‘বল টেম্পারিং’-এর ঘটনায় স্টিভেন স্মিথকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্বনুল বলেছেন, ‘এটা প্রচণ্ড হতাশাজনক। আমরা সকালে দক্ষিণ আফ্রিকা থেকে তেতো খবর পেয়েছি। এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল প্রতারণায় জড়িত।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার

বল টেম্পারিং : পদত্যাগ করেছেন স্মিথ ও ওয়ার্নার

‘বল টেম্পারিং’ করে ধরা খেয়েছে অস্ট্রেলিয়া

‘বল টেম্পারিং’ করে ধরা খেয়েছে অস্ট্রেলিয়া

স্মিথকে অধিনায়ক করলো রাজস্থান

স্মিথকে অধিনায়ক করলো রাজস্থান

চটেছে অস্ট্রেলিয়া, হুমকিতে স্মিথের অধিনায়কত্ব

চটেছে অস্ট্রেলিয়া, হুমকিতে স্মিথের অধিনায়কত্ব