ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরতে চান শ্রেয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ এএম, ০৬ জুলাই ২০২১
ইনজুরি কাটিয়ে আইপিএলে ফিরতে চান শ্রেয়াস

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তবে করোনাভাইরাস মহামারির কারণে মাঝ পথেই স্থগিত হয়েছে এবারের আইপিএল আসর। এদিকে ইনজুরি থেকে প্রায় সেরে উঠায় আইপিএলের স্থগিত হওয়া অংশে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

চলতি বছরের শুরুর দিকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কাঁধের ইনজুরিতে পড়েন শ্রেয়াস আইয়ার। এ কারণে এপ্রিলে শুরু হওয়া আইপিএলে ছিলেন না তিনি। তার পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্থকে দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ায় মাঝ পথেই স্থগিত করা হয় আইপিএলের এবারের আসর।

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইপিএলের স্থগিতকৃত অংশ। এ সময়ের মধ্যে কাঁধের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার উপযুক্ত হবেন বলে মনে করে শ্রেয়াস আইয়ার। সোমবার (৫ জুলাই) শ্রেয়াস বলেন, ‘আমি ইনজুরি কাটিয়ে উঠেছি। এখন রিহ্যাবের শেষ পর্যায় চলছে। আগামী এক মাসের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবো। এরপর থেকেই পুরোদমে অনুশীলন শুরু করতে পারবো। আশা করি আইপিএল শুরুর আগেই মাঠের ফেরার উপযুক্ত হবো।’

আইপিএলে দলে ফিরলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কি না সেটা নিয়েও কথা বলেছেন শ্রেয়াস। তিনি বলেন, ‘অধিনায়কত্বের বিষয়টা পুরোপুরি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। স্থগিত হওয়ার আগে আমরা শীর্ষে ছিলাম। এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি খেলতে চাই এবং শিরোপা জিততে চাই।’

করোনাভাইরাস মহামারির কারণে আইপিএল স্থগিত হওয়ার আগে টেবিলের শীর্ষে অবস্থান করছিলো দিল্লি ক্যাপিট্যালস। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হবে আইপিএলের স্থগিতকৃত অংশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব

ভেন্যু পরিবর্তনেও কমবে না স্পিনারদের গুরুত্ব

আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

ট্রফি নিয়ে পুরো দেশ ঘুরবে কিউইরা

ট্রফি নিয়ে পুরো দেশ ঘুরবে কিউইরা

‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’

‌‘সৌরভ গাঙ্গুলি চাইলেই ভারত-পাকিস্তান ম্যাচ সম্ভব’