৭ বছরেই শেষ আজীবন নিষেধাজ্ঞা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ এএম, ১৭ জুন ২০২১
৭ বছরেই শেষ আজীবন নিষেধাজ্ঞা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৩ সালের আসরে স্পট ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন রাজস্থান রয়্যালসের স্পিনার অঙ্কিত চাভান। তবে সাত বছর না যেতেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন এ তথ্য নিশ্চিত করেছে্ন।

বিসিসিআইয়ের পাঠানো এক মেইলে জানানো হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বরের শেষ হয়েছে অঙ্কিতের নিষেধাজ্ঞার মেয়াদ। তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুনে জানানো হয়েছে।

অঙ্কিত চাভানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের ৩ মে। বিসিসিআইয়ের ন্যায়প্যালের পাঠানো এক মেইলে নিষেধাজ্ঞার মেয়াদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ১৩ সেপ্টেম্বর,২০১৩ থেকে অঙ্কিতের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। তার নিষেধাজ্ঞার মেয়াদ সাত বছর করায় নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর।

নিষেধাজ্ঞার মেয়াদ সাত বছর করে দেওয়ার ৯ মাস পর ক্রিকেটে ফিরতে পারছেন ৩৫ বছর বয়সী অঙ্কিত চাভান। তিনি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আদেশ পেয়েছেন চলতি মাসের ১৫ তারিখ। ৯ মাস দেরি হলেও দ্রুতই ক্রিকেটে ফেরার আশা করছেন অঙ্কিত চাভান।

করোনা পরিস্থিতি এবং বৃষ্টির কারণে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়ায় বেশ হতাশ অঙ্কিত চাভান। তবুও দ্রুতই মাঠে ফিরতে মরিয়া তিনি।

২০১৩ সালে আইপিএলে ফিক্সিংয়ের ঘটনায় রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটার আজীবন নিষেধাজ্ঞা পেয়েছিলেন। তারা হলেন শ্রীশান্ত এবং অজিত চান্ডিলা। এদের মধ্যে গত বছর শ্রীশান্তের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

প্লে-অফে নয়, সরাসরি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ ফুটবল দল

নিষিদ্ধ সাকিবের দুই দফায় করোনা পরীক্ষা

নিষিদ্ধ সাকিবের দুই দফায় করোনা পরীক্ষা

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

স্মিথ-ওয়ার্নারদের বাদ দিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়

রোনালদোর রেকর্ডের দিনে পর্তুগালের জয়