ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের স্থগিত হওয়া অংশ আয়োজনে উঠেপড়ে লেগেছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে আইপিএল আয়োজনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল বিসিসিআই। এবার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে তারা।
করোনা মহামারির কারণে ১৪তম আসরের স্থগিত হওয়া অংশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর আর ১৫ অক্টোবর ফাইনালের মাধ্যমে পর্দা উঠবে এ টুর্নামেন্টের।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই কর্মকর্তা। বিসিসিআই এবং আরব আমিরাত ক্রিকেট বোর্ডে মধ্যে আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও ভেন্যু হিসেবে থাকবে দুবাই, শারজা এবং আবুধাবি।
আরব আমিরাত ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই ভারতকে আইপিএল আয়োজনের অনুমতি দিয়েছে তারা। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বিশেষ সাধারণ সভার আগেই তারা আমাদেরকে অনুমতি দিয়েছে। আইপিএল শুরু হলে প্রথম ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর এবং ফাইনাল হবে ১৫ অক্টোবর।’
চারদিকে গুঞ্জন আছে আইপিএলে বিদেশি ক্রিকেটাররা নাও আসতে পারেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আলোচনা চলছে, দেখা যাক কি হয়। আশা করি সবাই আসবে। কেউ না আসলে তার জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]