করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝপথেই স্থগিত হয়েছে আইপিএলের ১৪তম আসর। তবে নিজ দেশে না পারলেও সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে ‘প্রবাসে’ অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলো। প্রবাসী এই আইপিএলের বাকি অংশে খেলা হবে না বাংলাদেশের সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমানের। দেশের খেলা থাকায় আইপিএল খেলতে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরকে অনুমতি দেবে না।
ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ক্রিকেটে ব্যস্ত সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের তাদের (সাকিব-মোস্তাফিজ) অংশগ্রহণের জন্য অনাপত্তি দেওয়া সম্ভব হচ্ছে না।
আইপিএলের পরিবর্তে দেশের সিরিজগুলোকেই গুরুত্বের চোখে দেখছেন বিসিবি বস। তিনি বলেন, ‘আমাদের আন্তর্জাতিক অনেক খেলা রয়েছে সামনে। এমন অবস্থায় আইপিএল খেলার জন্য ওদের অনাপত্তিপত্র দেওয়ার কোনো সুযোগ আমি দেখছি না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
অনেক ক্রিকেটারই দেশের খেলা রেখে আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশেও সম্প্রতি এমন চিত্র দেখা গেছে। বিষয়টি নিয়েও কথা বলেছেন বিসিবি বস।
পাপন বলেন, ‘এমনটা যে এবারই ঘটছে তা নয়। একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই, কাউকে আমরা জোর করে খেলাব না। আমরা চাই দলের সবাই খেলুক। তবে কেউ যদি কোন কারণে খেলতে না চায় তাহলে ইটজ ওকে।’
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]