আইপিএল স্থগিতে ভারতের সুবিধা হয়েছে : টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২৫ মে ২০২১
আইপিএল স্থগিতে ভারতের সুবিধা হয়েছে : টেইলর

ক্রিকেটার ও স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বাধ্য হয়ে মাঝপথেই স্থগিত করতে হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর। তবে আইপিএল আগেভাগে স্থগিত হওয়ায় ভারত ক্রিকেট দলের জন্য সুবিধা হয়েছে বলে মনে করছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

টেইলর জানান, আইপিএল স্থগিত হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আগে হাতে অনেক সময় পেল ভারত। এতে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সুবিধাই হবে কোহলিদের।

১৮ জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওই ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ২ জুন থেকে শুরু হবে টেস্ট সিরিজটি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরপরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে নিউজিল্যান্ডকে। এ নিয়ে টেইলর বলেন, ‘দুই ম্যাচের টেস্ট সিরিজের পরই ফাইনালের মতো ম্যাচ খেলতে হবে আমাদের। আমাদের জন্য বিষয়টি খুবই ভালো। ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ হয়েছে। তাই ফাইনালের আগে আগে দু’টো টেস্ট খেললে সেই অভিজ্ঞতা কাজে লাগবে।’

নিউজিল্যান্ডের মতো ভারতের সুবিধাও দেখছেন টেইলর। বলেন, ‘আইপিএল স্থগিত হয়ে যাওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা ভারতকেই সাহায্য করছে বেশি। আইপিএল শেষ পর্যন্ত হলে তাদের হাতে কম সময় থাকত। কিন্তু এখন নিজেদের প্রস্তুত করতে অনেক সময় পাবে তারা। খেলোয়াড়রা বেশ তরতাজা হয়ে ফাইনাল খেলতে নামবে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

আইপিএলের পক্ষে-বিপক্ষে কথা বললেন টেইলর

ইংল্যান্ড সফরে কোহলিদের কোয়ারেন্টাইন ২৪ দিন

ইংল্যান্ড সফরে কোহলিদের কোয়ারেন্টাইন ২৪ দিন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের দল ঘোষণা, নেই পান্ডিয়া- কুলদীপ

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি

যোগ্য দল হিসেবেই ফাইনালে ভারত : কোহলি