দ্য টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে আইপিএল আয়োজনের জন্য ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার টেস্ট সিরিজটি এক সপ্তাহ আগানোর অনুরোধ করেছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ প্রস্তাব প্রত্যাখান করেছে বলে জানিয়েছে দ্য টাইমস। যদিও এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে দুই বোর্ড। এ সময়েই আইপিএল আয়োজনে নিজে সমাধান নিয়ে হাজির হয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
সিরিজ আগানোর জন্য করা অনুরোধের বিষয় অস্বীকার করলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের জন্য মুখিয়ে আছে বিসিসিআই। তারা যেকোনো মূল্যেই আইপিএলের স্থগিতকৃত অংশ দ্রুতই মাঠে ফেরাতে চায়। তা না হলে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বিসিসিআই।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভন বলেন, ‘সহজ সমাধান। ভারত নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে প্রথম টেস্ট খেলবে। এরপর তারা ইংল্যান্ডে আয়োজিত ‘দ্য হানড্রেড’ খেলবে। এখানে ইংল্যান্ড টেস্ট দলের ক্রিকেটার থাকবে না। ইংল্যান্ড টেস্ট দলের খেলোয়াড়দের পরিবর্তে খেলবে ভারতীয় টেস্ট দলের খেলোয়াড়রা। এরপর তারা টেস্ট খেলে আইপিএলের বাকি অংশ খেলবে।‘
যদিও ইসিবি গণমাধ্যমে বলেছে বিসিসিআইয়ের থেকে সময়সূচি পরিবর্তনের কোনো অনুরোধ পায়নি। ইসিবির এক মুখপাত্র জানিয়েছে ভারতের সাথে সিরিজে সুষ্ঠভাবে শেষ করা নিয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এর বাইরে কিছু হয়নি।
আইপিএলের ১৪তম আসরে ৬০ ম্যাচের মধ্যে মাত্র ২৯ ম্যাচ আয়োজন করেছিলো বিসিসিআই। এরপরেই আইপিএল অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই।