করোনা মহামারির মধ্যেই চলছিল আইপিএলের ১৪তম আসর। বায়োবাবলের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার ফলে মাঝপথেই আইপিএল স্থগিত করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে এ বছরের সেপ্টেম্বরে হতে পারে আইপিএলের বাকি অংশ। ব্যস্ত সূচির মধ্যে ইংলিশ ক্রিকেটারদের অংশ নেওয়া নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
এ সময়ে আইপিএল হলে ইংলিশ ক্রিকেটারদের অংশ নেওয়া বেশ কষ্টকর হবে বলে মনে করেন বেন স্টোকস। কারণ ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে আইপিএলের বাকি অংশের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে না।
ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ইসিবির ডিরেক্টর অফ ক্রিকেট আশলি জাইলস বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ এফটিপি পেয়ে গিয়েছি। সামনে ইংল্যান্ডের ব্যস্তসূচি আছে। তাই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদেরকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।‘
এদিকে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস জানান, সেপ্টেম্বরে আইপিএল হলে হাতের ইনজুরি কাটিয়ে ফিরতে পারবেন না। তাই তার জন্য স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ খেলা হবে না।
ডেইলি মিররে নিজের লেখা এক কলামে স্টোকস আরও বলেন, ‘আমরা জানি না আবার কখন আইপিএল অনুষ্ঠিত হবে। কিন্তু ইসিবি যেভাবে বলেছে এর জন্য ইংলিশ ক্রিকেটারদের জন্য আইপিএল খেলা বেশ কঠিন হবে।‘
ইসিবির এ সিদ্ধান্ত আইপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির জন্য বেশ ক্ষতিকর প্রভাব নিয়ে আসবে। কারণ অনেক ফ্র্যাঞ্চাইজির মূল ভিত্তি ইংলিশ ক্রিকেটার। বেন স্টোকস এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছিলেন। তবে ইনজুরির কারণে মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস