মাঝপথে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি অংশ কখন হবে তা এখনও নিশ্চিত নয়। তবে চলতি বছরের যখনই আইপিএল হোক না কেন ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলতে পারবেন না। ব্যস্ত সূচি থাকায় আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হবে না।
বেশ কয়েকজন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হলে আইপিএলের ১৪তম আসর স্থগিত করা হয়। ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ভালো না হওয়ায় অন্য যেকোনো সময়ে বিকল্প ভেন্যুতে হতে পারে আইপিএলের বাকি অংশ।
আইপিএল চলমান থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতো ইংল্যান্ডকে। তবে আইপিএল স্থগিত হওয়ায় এই সিরিজের জন্য সব ক্রিকেটারকেই পাচ্ছে ইংল্যান্ড দল।
চলতি বছরে ইংল্যান্ডের রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এ অবস্থায় আবারও আইপিএলের জন্য ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যাশলি জাইলস এমন তথ্য জানিয়েছে।
অ্যাশলি জাইলস বলেন, ‘আইপিএল কখন হবে তা এখনই জানা যাচ্ছে না। আমরা এই গ্রীষ্মে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মৌসুম শুরু করবো। এরপর অনেকগুলো সিরিজ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ, অ্যাশেজ আছে। এ অবস্থায় ক্রিকেটারদেরকে ইনজুরি মুক্ত রাখার ব্যাপার আছে। তাই মনে হয় না আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব হবে।‘
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কিছু ক্রিকেটারদেরকে বাদ দিয়ে খেলতে চাওয়ার কারণে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ডকে। তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে পারছে ইংল্যান্ড।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]