আইপিএলের ১৪তম আসরে কলকাতার হয়ে বলার মতো কিছুই করতে পারেননি ভারতের উদীয়মান ক্রিকেটার শুভমান গিল। বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন। তবে তার পাশে দাঁড়িয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
স্থগিত হওয়া আইপিএলে গিলের খারাপ খেলা নিয়ে সুনীল গাভাস্কার বলেছেন, প্রত্যাশার চাপ সামলাতে না পারা কারণে সমস্যায় পড়েছেন গিল।
আইপিএলে এবাররে আসরে কলকাতার হয়ে ৭ ম্যাচে ১৮ দশমিক ৮৫ গড়ে মাত্র ১৩২ রান করেছিলেন গিল। ছিল না কোনো হাফ সেঞ্চুরি। প্রত্যেক ম্যাচেই ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি।
গাভাস্কার বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগে ওর (শুভমান গিল) ওপর এতো প্রত্যাশা ছিল না। তখনও ছিল উঠতি ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় ভালো খেলার পর থেকেই ওর ওপর প্রত্যাশা বাড়তে থাকে। এ কারণেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন গিল।’
শুভমান গিলকে ম্যাচের সময় শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার। বলেন, 'এখন ওর বয়স মাত্র ২১ বছর। এখন ব্যর্থতা আসবেই, ঘুরে দাঁড়াতে হবে। সেখান থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে। প্রত্যকে বলে রান নিতে গিয়ে আউট হওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]