বাড়িতে ফিরেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হলেন চেতন সাকারিয়া। আইপিএলে খেলাকালীন জৈব সুরক্ষা বলয়ে ছিলেন তিনি। তবে, বাড়িতে গিয়েই দিনের বেশিরভাগ সময় বাবার জন্য তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। রাজস্থান রয়্যালসের এ বাঁহাতি পেসারের বাবা করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি।
আইপিএল থেকে ফিরেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'কিছুদিন আগে রাজস্থান রয়্যালস থেকে টাকা পেয়েছিলাম। সেটা বাড়িতে পাঠিয়েছি। কঠিন পরিস্থিতিতে এই অর্থই আমাকে সাহায্য করেছে।'
যারা আইপিএল বন্ধ করার পক্ষে কথা বলছিলেন তাদেরকেও একহাত নিয়েছেন চেতন সাকারিয়া। তিনি বলেন, 'আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ক্রিকেট আমার একমাত্র আয়ের পথ। যদি এ এক মাস আইপিএল না চলতো তাহলে আমার পক্ষে এখনকার পরিস্থিতি সামলে উঠা কঠিন ছিল। কারণ আমি দরিদ্র পরিবার থেকে এসেছি। ক্রিকেটই আমার জন্য একমাত্র সম্বল।'
১৪তম আইপিএলের নিলামে ১.২ কোটি রুপিতে চেতন সাকারিয়াকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। আইপিএলে সাত উইকেট শিকার করে আস্থার প্রতিদানও দিয়েছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]