বায়ো-সুরক্ষার মাঝেও করোনার থাবায় স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর। মাঝপথে স্থগিত হওয়ার আইপিএলের কঠোর বায়ো-সুরক্ষা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। ঘুরপাক খাচ্ছে কিভাবে সংক্রামিত হলো করোনাভাইরাস। সেটার উত্তরও খুঁজে পাচ্ছে না সয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডও।
কঠোর বায়ো-বাবলে থাকা সত্ত্বেও ক্রিকেটাররা কীভাবে করোনা আক্রান্ত হলেন, স্থগিত আইপিএল নিয়ে এটা এখন কোটি টাকার প্রশ্ন। এটার সম্ভাবনা দু'টি, হয় বায়ো-বাবল নিশ্ছিদ্র ছিল না; অথবা কেউ বায়ো-বাবল ভেঙেছিলেন। যদিও এ বিষয়ে বোর্ডের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বায়ো-বাবল ভাঙার কোনো রিপোর্ট বোর্ডের কাছে নেই। যদিও তিনি এও জানিয়েছেন যে, তারা এখনও নিশ্চিত নন, কীভাবে বায়ো-বাবলের ভিতরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।
দ্য উন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেছেন, 'আমার মনে হয় না কেউ বায়ো-বাবল ভেঙেছিল। যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে বায়ো-বাবল উপেক্ষা করার কোনো ঘটনা সামনে আসেনি। কীভাবে সংক্রমণ দেখা দিলো, সেটা বলা মুশকিল। কীভাবে সারা দেশে এতো মানুষ সংক্রামিত হচ্ছেন, সেটাও বলা কঠিন।'
মঙ্গলবার (৪ মে) স্থগিত হওয়ার আগে আইপিএলের ২৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি ম্যাচগুলোও সেপ্টেম্বরের দিকে আবারও মাঠে গড়ানোর চিন্তা করেছে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]