করোনার কাছে শেষ পর্যন্ত হার মানতেই হলো আইপিএলকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে চলছিল আইপিএল। চারদিকের তীব্র সমালোচনাকে উপেক্ষা করে আয়োজকরা সর্বাধিক নিরাপত্তা দিয়ে চেষ্টা করেও করোনার থাবা থেকে রক্ষা করতে পারেনি আইপিএলকে।
করোনার থাবায় আইপিএলের ১৪তম আসর স্থগিত করা হলেও এর আগে হওয়া ২৯ ম্যাচেই ক্রিকেট ভক্তরা দেখেছে চার-ছয়ের ফুলঝুরি। অনেকের মতেই এবারের আইপিএল ছিল ভারতের মানুষের জন্য কিছুটা বিনোদনের মাধ্যম।
এবারের আইপিএলে বাংলাদেশের হয়ে আইপিএলে অংশ নেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। তবে পারফরম্যান্সের বিচারে সাকিবের চেয়ে ঢের এগিয়ে ছিলেন মুস্তাফিজ।
তবে, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত স্থগিত আইপিএলের সেরা একাদশে স্থান নেই তাদের কারোরই। বল হাতে ফিজ ভালো করলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান।
বাংলাদেশের কেউ স্থান না পেলেও এবারের স্থগিত আইপিএলের একাদশ ছিল বেশ ব্যতিক্রম। একাদশে স্থান হয়নি ভিরাট কোহলিরও।
ঘোষিত আইপিএল একাদশঃ শেখর ধাওয়ান, পৃথ্বী শাহ, কে এল রাহুল, ফাফ ডু প্লেসিস, এবিডি ভিলিয়ার্স, রবীন্দ্র জাদেজা, ক্রিস মরিস, রশিদ খান, হারশেল প্যাটেল, রাহুল চাহার ও আভেশ খান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]