ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর স্থগিত হওয়ার পরও নতুন করে আসছে করোনা আক্রান্তের খবর। এ তালিকায় এবার নাম লিখিয়েছেন চেন্নাই সুপাার কিংসের ব্যাটিং কোচ অস্ট্রেলিয়ার মাইক হাসি।
আইপিএল স্থগিত হওয়ার পর করোনা নমুনা দিয়েছিল পুরো চেন্নাই দল। আর তাতেই হাসির করোনা পজিটিভ আসে। এর আগে চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, একজন বাসকর্মী ও দলের এক কর্তা আক্রান্ত হয়েছিলেনন।
এদিকে, টুর্নামেন্ট স্থগিত হলেও করোানার কারণে বাড়ি ফিরতে পারছেন না অস্ট্রেলিয়া ক্রিকেটাররা। ফলে আইপিএলে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও কোচদের মালদ্বীপ হয়ে অস্ট্রেলিয়া পৌঁছানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই-এর সেই পরিকল্পনাতেও এখনই দেশে ফিরতে পারছেন না হাসি। করোনা আক্রান্ত হওয়ার কারণে আপাতত ভারতেই থাকতে হচ্ছে তাকে। পরবর্তীতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে হাসিকে অস্ট্রেলিয়া পাঠানোর ব্যবস্থা করবে বিসিসিআই।
মঙ্গলবার (৪ মে) সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা রিপোর্ট পজিটিভ আসলে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া ৬০ ম্যাচের এ টুর্নামেন্টে ২৯টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এখনো টুর্নামেন্টের ৩১টি ম্যাচ বাকি রয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]