বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৬ এএম, ০৬ মে ২০২১
বিশ্বকাপের আগেই মাঠে গড়াতে পারে স্থগিত আইপিএল

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএলের ১৪তম আসর। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে ২৯টি ম্যাচ মাঠে গড়িয়ে। তবে স্থগিত হওয়া বাকি ম্যাচ আবারও মাঠে গড়ানোর কথা ভাবছে কর্তৃপক্ষ। সেটিও হতে পারে বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে। 

বিসিসিআই-এর সূত্র ধরে একটি ফ্র্যাঞ্চাইজি আভাস দিয়েছে যে, আপাতত সেপ্টেম্বরে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তা-ভাবনা রয়েছে আয়োজকদের। সেপ্টেম্বরে শেষ হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ওই সিরিজের পরেই আইপিএলের বাকি অংশ শুরুর চিন্তা করছে।

এদিকে, চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি রয়েছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় শঙ্কা ছিল। এর মধ্যে আইপিএল স্থগিত হওয়ায় সে শঙ্কা আরও বেড়ে গেল।

সেপ্টেম্বরে ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে যদি সফলভাবে সিরিজ শেষ এবং তারপরেই আইপিএলের স্থগিত ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে বিশ্বকাপ নিয়ে ভারতের চিন্তা কম হতে পারে। অন্যথায়, দ্বিতীয় অপশন হিসেবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আরব-আমিরাতে চলে যেতে পারে।

ফ্র্যাঞ্চাইজি ওই কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বরে আবারও মাঠে গড়াতে পারে আইপিএল। ওই সময় ভারতের সিরিজও শেষ হবে এবং বিদেশি খেলোয়াড়েরাও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন।

এদিকে, আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল সেপ্টেম্বরে আয়োজনের বিষয়ে শতভাগ নিশ্চিত না করলেও উড়িয়ে দেননি। তিনি বলেছেন, `আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য আমাদের এখন ফাঁকা সময় বের করতে হবে। সেপ্টেম্বরে ওই রকম সময় পাওয়া যায় কি-না দেখতে হবে। তাছাড়া আইসিসিসহ অন্য বোর্ডের সাথেও কথা বলতে হবে।`

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

পাকিস্তানের যুগান্তকারী সিদ্ধান্ত, অভিভাবকত্বের ছুটি পাবেন ক্রিকেটাররা

ডোমিঙ্গোকে নিয়েই দেশে ফিরেছে টাইগাররা

ডোমিঙ্গোকে নিয়েই দেশে ফিরেছে টাইগাররা

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন সাকিব-মোস্তাফিজ