৭ মে'র আগে শুরু হচ্ছে না আইপিএল, সব ম্যাচ মুম্বাইয়ে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ০৫ মে ২০২১
৭ মে'র আগে শুরু হচ্ছে না আইপিএল, সব ম্যাচ মুম্বাইয়ে!

করোনার ধাক্কায় বিপর্যস্ত ভারত। যার প্রভাব পড়েছে আইপিএলেও। তবে করোনা প্রকোপ থেকে কিছুটা রক্ষা পেতে আইপিএলের বাকি ম্যাচগুলো সরিয়ে নেওয়া হচ্ছে মুম্বাইয়ে। মুম্বাইয়ের করোনার প্রকোপ কিছুটা কম এবং ভালো মানের ৩টি মাঠ থাকায় আয়োজকরা সে পথেই হাঁটছে। এছাড়া, ৭ মে`র আগে মাঠে গড়াচ্ছে না আইপিএল।

কলকাতা এবং ব্যাঙ্গালুরুতে আইপিএলের বাকি পর্বের ম্যাচ হওয়ার যে কথা ছিল তা আপাতত বাতিলই বলা চলে। সার্বিক অবস্থা বিবেচনা করা দিল্লি এবং আহমেদাবাদ থেকে সরে আইপিলের নতুন ভেন্যু হতে পারে মুম্বাই। 

এর আগে আইপিএল শুরুর পূর্বেই আরব আমিরাতে করার পরিকল্পনা ছিল, যদিও ভারত-ইংল্যান্ড সিরিজ সফলভাবে আয়োজনের পর `সাহস` নিয়ে ভারতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। 

এদিকে, মুম্বাইয়ে আইপিএল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে আয়োজকরা। ইতিমধ্যেই দলগুলো থাকার জন্য হোটেল খোঁজা হচ্ছে। তাছাড়া প্রতি দিন দুইটি করে ম্যাচ আয়োজন করা যায় কিনা সেটিও ভেবে দেখছে আয়োজকরা। যত দ্রুত সম্ভব আইপিএলের আয়োজন সম্পন্ন করতে মুখিয়ে আয়োজকরা। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল বন্ধ করতে আদালতে আবেদন

আইপিএল বন্ধ করতে আদালতে আবেদন

ভারতের অবস্থায় উদ্বিগ্ন টেইলর

ভারতের অবস্থায় উদ্বিগ্ন টেইলর

নতুন প্রজন্মের স্পিনার পেয়ে খুশি শ্রীলঙ্কা

নতুন প্রজন্মের স্পিনার পেয়ে খুশি শ্রীলঙ্কা

‌‌‘টস হারায় ম্যাচ হেরেছে বাংলাদেশ’

‌‌‘টস হারায় ম্যাচ হেরেছে বাংলাদেশ’