পোলার্ড ঝড়ে ২১৮ রান করেও ধোনিদের পরাজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ০২ মে ২০২১
পোলার্ড ঝড়ে ২১৮ রান করেও ধোনিদের পরাজয়

ব্যাটিংয়ে দুর্দান্ত দুটি ইনিংস দেখলো ক্রিকেট ভক্তরা। আইপিএলের চলমান আসরের ২৭তম ম্যাচে প্রথমে আমবাতি রাইডুর বিধ্বংসী ইনিংসের পর ব্যাট হাতে ঝড় দেখালেন কাইরন পোলার্ড। তবে শেষ হাসি হেসেছেন পোলার্ড’ই। রাইডুর চেন্নাই সুপার কিংসকে ৪ ‍উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

শনিবার (১ মে) দিনের একমাত্র ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রানের সংগ্রহ গড়ে ধোনির চেন্নাই। ব্যাট হাতে ফাফ ডু প্লেসিস ৫০ (২৮) ও মঈন আলীর ৫৮ (৩৬) রানের পর ঝড় তুলেন পাঁচ নম্বরে নামা রাইডু।

২৭ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি। তার এ বিধ্বংসী ইনিংসে ৪টি চারের মারের ৭টি ছক্কার মার ছিল। এছাড়া রবীন্দ্র জাদেজা ২২ বলে অপরাজিত ২২ রান করেন।

২১৯ রানের বিশার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ দশমিক ৪ ওভারে ৮১ রানে তিন উইকেট হারায় মুম্বাই। ওপেনার কুইন্টন ডি কক ২৮ বলে ৩৮ এবং অপর ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মা ২৪ বলে ৩৫ রান করে সাজঘরে ফিরেন। এরপর পঞ্চম ব্যাটার হিসেবে উইকেটে নামেন কাইরন পোলার্ড।
sportsmail24
পোলার্ড একাই ধোনিদের ছুড়ে দেওয়া বিশাল লক্ষ্য হাতের মুঠোই নিয়ে আসেন। একের পর এক চার-ছক্কায় ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করেন তিনি। ৩৪ বলে অপরাজিত ৮৭ রান করেন এ ক্যারিবীয় ব্যাটার। তার এ বিধ্বংসী ইনিংসে ৬টি চারের পাশাপাশি ৮টি ছক্কার মার ছিল।

পোলার্ডের এমন বিধ্বংসী ইনিংসের মাঝে ব্যাট হাতে ক্রুনাল পান্ডিয়া ৩২ এবংহার্দিক পান্ডিয়া ১৬ রানের ইনিংস ছিল। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলার পুরস্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে পোলার্ড।

এদিকে, এ জয়ে নিজেদের ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, এ ম্যাচে হারলেও ৭ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট অর্জন করা ধোনির চেন্নাই রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার