আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ এএম, ০২ মে ২০২১
আইপিএল ছেড়ে পাকিস্তান যাবেন সাকিব-রাসেল

চলমান আইপিএলে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। নিজেদের সাত ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টেবিলের ৬ নম্বরে রয়েছে কলকাতা। এর মধ্যে দলের দুই অলরাইন্ডার সাকিব আল হাসান এবং আন্দ্রে রাসেলকে হারাচ্ছে নাইটাইরা।

খাদের কিনারা থেকে ওঠে দাঁড়িয়েও যদি কলকাতা প্লে-অফে যায়, সেখানের ম্যাচগুলোতে সাকিব-রাসেলকে পাবে না কেকেআর। কারণ, আইপিএল শেষ হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সকে মাঝপথে ছেড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন দুই অলরাউন্ডার।

আইপিএলের এবারের আসরে খাদের কিনারায় থাকা কলকাতার খেলায় কোনো উন্নতি বা জয় না আসলে ১ মে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়েই বিদায় ঘণ্টা বাজবে।

চলমান আসরে প্রথম তিন ম্যাচ খেলার পর থেকেই একাদশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে রাসেল খেললেও দলের জয় নিশ্চিত করতে না পারায় বার বার হারের স্বাদ নিতে হচ্ছে।

করোনার কারণে বাতিল হওয়া পিএসএলের বাকি অংশে এ দুই ক্রিকেটার খেলবেন। পাকিস্তান সুপার লিগে টম ব্যান্টনের বদলি হিসেবে রাসেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলবেন। অন্যদিকে, রশিদ খানের বদলে সাকিব লাহোর কালান্দার্সে যোগ দেবেন।

২ জুন থেকে পিএসএলের বাকি অংশ শুরু হবে, চলবে ২০ জুন পর্যন্ত। তবে কঠিন জৈব বলয়ের মধ্যে এ প্রতিযোগিতা আয়োজিত হওয়ার জন্য সব ক্রিকেটারকে ২৩ মের মধ্যে নিজ নিজ দলে যোগ দিয়ে সাতদিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

এদিকে, আসরে ৭ ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ধুঁকছে কেকেআর। অবশ্য ইয়ান মর্গানের দলকে এখনও ৭ ম্যাচ খেলতে হবে। শেষ চারে যেতে হলে নাইটদের এখন প্রতিটা ম্যাচই বাঁচা-মরার। পরপর জয় পেলে শেষ চারের টিকিট পাবে কলকাতা, যা এ মুহূর্তে বেশ কঠিন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

সাকিব-রিয়াদ-লিটন দল পেলেও অবিক্রিত তামিম

সাকিব-রিয়াদ-লিটন দল পেলেও অবিক্রিত তামিম

সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

সাকিবদের ভুল ধরিয়ে দিলেন লারা

আন্দ্রে রাসেলের ‘শরীর’ নিয়ে প্রশ্ন  তুললো ভন

আন্দ্রে রাসেলের ‘শরীর’ নিয়ে প্রশ্ন তুললো ভন