করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল ভারত। এমন অবস্থায় আইপিএল চলায় অনেকেই সমালোচনা করেছিল আয়োজকদের। তবে সেই আইপিএল থেকেই ভালো আর্থিক সাহায্য পাচ্ছে ভারত। কামিন্স, ব্রেট লি, শচীনের পর এবার আর্থিক সাহায্য করলেন শিখর ধাওয়ান।
শুক্রবার (৩০ এপ্রিল) অক্সিজেন কেনার জন্য মিশন অক্সিজেন সংগঠনে ২০ লাখ রুপি দান করেছেন তিনি। একই সাথে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যক্তিগত যা অর্জন করবেন তার সবকিছুই তিনি অক্সিজেন কেনার জন্য দান করে দিবেন বলে জানিয়েছেন নিজেই।
নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে ধাওয়ান একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, `আমরা এখন বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা।`
একই সাথে তিনি সেই টুইটারে নিজের অনুদানের কথা উল্লেখ করেন। ধাওয়ান বলেন, `দেশের মানুষের জন্য কিছু করার সময় এসেছে। আমি নগদ ২০ লাখ রুপি দান করব। এছাড়া দিল্লির হয়ে ব্যক্তিগত যা অর্জন করব তার সব অর্থ ই অক্সিজেন কেনার জন্য দিব।`
ধাওয়ান সকলকে এমন পরিস্থিতিতে যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সকলকে মাস্ক পড়ার আহবান জানান এবং বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হতেও নিরুৎসাহিত করেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]