আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩০ এপ্রিল ২০২১
আইপিএল ছাড়লেও ভারত ছাড়তে পারেননি পল রিফেল

করোনার ভয়ে ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে চলতি আইপিএলে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আম্পায়ার পল রিফেল। তবে করোনা আতঙ্কে টুর্নামেন্ট ছাড়লেও আপাতত ভারত ছাড়তে পারছেন না এ অস্ট্রেলিয়ান। ফলে ভারতে বেকার বসে না থেকে আবারও আম্পায়ারিং করছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, দোহা থেকে সিডনির উদ্দেশে পল রিফেলের যে বিমান ধরার কথা ছিল, তা বাতিল হয়ে গেছে। ফলে আইপিএল শেষেই রাইফেলকে দেশে ফিরতে হবে। দেশে ফিরতে না পেরে আবারও আইপিএলের আম্পায়ারিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আটকা পড়ে রাইফেল বলেছেন, ‘সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। শুনেছিলাম দু’একজন ওই রাস্তা ধরেই দেশে ফিরেছে। কিন্তু সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমাকে থেকে যেতে হলো। চেয়েছিলাম প্রথম সুযোগেই দেশে ফিরতে। কিন্তু সেটা আপাতত হচ্ছে না।’

করোনা শঙ্কায় নিজে সরে দাঁড়ালেও আইপিএল বন্ধ হয়ে যেতে পারে, -এটা তিনি মনে করছেন না। বলেছেন, ‘জানি ভারতে বিভিন্ন লোকে বিভিন্ন রকমের মত দিচ্ছে। কিন্তু ক্রিকেট ভারতে একটা বিরাট ব্যাপার। সেটা থামিয়ে দেওয়াও বেশ মুশকিলের।’

পল রিফেলের সাথে চলমান আইপিএল থেকে আম্পায়ারের দায়িত্ব ছেড়েছেন নীতিন মেনন। তবে তিনি পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। মেননের মা ও স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার আইপিএল ছাড়লেন দুই আম্পায়ার

এবার আইপিএল ছাড়লেন দুই আম্পায়ার

আইপিএল বন্ধের পক্ষে নন কামিন্স

আইপিএল বন্ধের পক্ষে নন কামিন্স

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

দেশে ফিরে আইপিএলের বায়ো-বাবল নিয়ে প্রশ্ন তুললেন অসি স্পিনার

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’