‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ এএম, ২৯ এপ্রিল ২০২১
‘আইপিএল শুধু বিনোদন নয়, জীবিকারও উৎস’

করোনার প্রকোপের মাঝেই আইপিএল চলায় অনেকেই নানা সমালোচনা করছে, তবে আইপিএলের আয়োজকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইপিএল চলবেই। তাদের সাথেই একই সুরে কথা বললেন জয়দেব উনাদকাট। 

তিনি মনে করেন, আইপিএল শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং অনেকের আয়-রোজগার জড়িত এর সাথে। 

রাজস্থান রয়্যালসের বাঁ হাতি এই পেসার টিভি চ্যানেলে দেয়া এক  সাক্ষাৎকারে জানান, আইপিএল শুধু বিনোদন এর জন্য নয়, এর সাথে জড়িত অনেকের আয়-রোজগারের মাধ্যমও এটি। 

উনাদকাট বলেন, `আইপিএল আমাদের কাছে আয়ের মাধ্যম। হাজার হাজার মানুষের পরিবারের আয়ের মাধ্যম এই আইপিএল।` 

উনাদকাট জানান, তার পরিবারও কোভিডে আক্রান্ত হয়েছিল। দেশের এই অবস্থায় সবার উচিত নিজের অবস্থান থেকে এগিয়ে আসা। 

তিনি বলেন, `আমার পরিবারও কোভিডে আক্রান্ত হয়েছিল। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছি। সকলের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।`  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএল দর্শকদের জন্য সুখবর

সিপিএল দর্শকদের জন্য সুখবর

দোষী সাব্যস্ত, শ্রীলঙ্কার নুয়ান জয়সা নিষিদ্ধ

দোষী সাব্যস্ত, শ্রীলঙ্কার নুয়ান জয়সা নিষিদ্ধ

ছোটর পরে এবার বড়,  এগিয়ে এলেন ব্রেট লি

ছোটর পরে এবার বড়, এগিয়ে এলেন ব্রেট লি

সাকিব-রিয়াদ-লিটন দল পেলেও অবিক্রিত তামিম

সাকিব-রিয়াদ-লিটন দল পেলেও অবিক্রিত তামিম