প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই মারা যাচ্ছেন হাজারো মানুষ, আক্রান্ত লাখ ছাড়িয়ে। এ অবস্থায় চলমান আইপিএলে খেলা বিদেশি ক্রিকেটাররা রয়েছেন দেশে ফেরার শঙ্কায়। তবে সেই দায়িত্ব নিল বিসিসিআই। আসর শেষে বিদেশি ক্রিকেটারদের নিরাপদে বাড়ি ফেরার বিষয়ে সহযোগিতা করবে সৌরভ গাঙ্গুলির বোর্ড।
আইপিএলের সিইও হেমাঙ্গ আমিন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, টুর্নামেন্ট শেষে সকল বিদেশে খেলোয়াড় নিরাপদে বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
হেমাঙ্গ বলেন, ‘অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, প্রতিযোগিতা শেষ হলে কীভাবে বাড়ি ফিরবে। আমরা আশ্বস্ত করতে চাই এ ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না।’
তিনি বলেন, ‘ভারতীয় বোর্ড সম্পূর্ণ দায়িত্ব নেবে, যতক্ষণ না সবাই বাড়ি ফিরে যাচ্ছে। ভারতীয় বোর্ড সরকারের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করবে। যতক্ষণ না সবাই সুস্থ ভাবে নিজের বাড়ি পৌঁছে যাচ্ছে, ততক্ষণ বিসিসিআই-এর জন্য প্রতিযোগিতা শেষ হবে না।’
টুর্নামেন্ট শেষ হতে যদিও এখনও অনেক সময় বাকি রয়েছে। তবে এর মধ্যে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরেছেন। শুধু বিদেশি নয়, পরিবারকে সময় দিতে দেশের ক্রিকেটার অশ্বিনও ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]