আইপিএল শেষে দেশে ফিরতে ব্যক্তিগত বিমান চান ক্রিস লিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৮ এপ্রিল ২০২১
আইপিএল শেষে দেশে ফিরতে ব্যক্তিগত বিমান চান ক্রিস লিন

ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ নেওয়ায় আইপিএলের ১৪তম আসর শেষে দেশে ফিরতে নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছে ব্যক্তিগত বিমান চেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিস লিন। ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

লিন বলেন, ‘আমি জানি অন্য অনেকের থেকে ভালো আছি আমরা। কিন্তু প্রচন্ড কঠিন বায়ো-বাবল বলয়ের মধ্যে থাকতে হচ্ছে আমাদের। পরের সপ্তাহে হয়তো টিকাও পেয়ে যাব। ব্যক্তিগত বিমান হলে যদি সরকার আমাদের ঢুকতে দেয়। আমি কোনো শর্টকাটের কথা বলছি না। সবনিয়ম জেনেই আমরা সই করেছি। তবে প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে-সাথে বাড়ি ফিরে যেতে পারলে ভালো হয়।’

লিনের প্রত্যাশা খেলোয়াড়দের আয়ের যে অংশ পায়, সেখান থেকে ব্যক্তিগত বিমানের খরচ যোগাতে পারবে বোর্ড। তিনি বলেন, ‘আমরা আইপিএল খেললে অস্ট্রেলিয়া বোর্ড চুক্তির যে ১০ শতাংশ টাকা পায়, সেই টাকায় ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করা সম্ভব কি-না, সেটাই জানতে চেয়েছি বোর্ডের কাছে।’

ইতোমধ্যে করোনা আতঙ্কে ভারত ছেড়েছেন অস্ট্রেলিয়ার এডাম জাম্পা, কেন রিচার্ডসন, এন্ড্রু টাই। এখনো যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে আছেন, তারা যাতে ভালোভাবে দেশে ফিরতে পারেন সে জন্যই নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অস্ট্রেলিয়ান ওপেনার লিন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও

আইপিএল খেলোয়াড়দের টিকা নেওয়ার সুযোগ, রয়েছে দ্বিধাও

রিচার্ডসনদের চলে যাওয়ায় বিষ্মিত নাইল, বলছেন ভারত ‘নিরাপদ’

রিচার্ডসনদের চলে যাওয়ায় বিষ্মিত নাইল, বলছেন ভারত ‘নিরাপদ’

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

করোনা আতঙ্কে আইপিএল ছাড়ার হিড়িক

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা

ভারতীয়দের জন্য বাবর আজমের প্রার্থনা