বিরাট কোহলিকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ এএম, ২৭ এপ্রিল ২০২১
বিরাট কোহলিকে জরিমানা

আইপিএলের চলমান আসরে উড়তে থাকা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাটিতে নামিয়েছে চেন্নাই সুপার কিংস। রোববার (২৫ এপ্রিল) আসরের ১৯তম ম্যাচে ব্যাঙ্গালোরকে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ধোনির চেন্নাই। শুধু হারের স্বাদ নিয়ে হয়েছে তা নয়, ম্যাচ শেষে ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে জরিমানাও করা হয়েছে।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় ব্যাবধানে হেরে যাওয়া ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে কোহলিকে ১২ লাখ রূপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, চেন্নাইয়ের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক কোহলিকে। নিয়মানুযায়ী, ৯০ মিনিটের মধ্যে এক ইনিংস শেষ করতে হয়। তবে রোববার বেশি সময় নিয়েছিলেন কোহলি।

চলমান আইপিএলে বিরাট কোহলির এমন অপরাধ এটাই প্রথম। ফলে আপাতত ১২ লাখ জরিমানা দিয়েই বেঁচে যাচ্ছেন তিনি।তবে নিয়মানুযায়ী, একই অপরাধ আবার করলে ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হবে। পর পর আবার করলে জরিমানাসহ এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে।

আইপিএলের চলমান আসরে স্লো ওভার রেটের কারণে কোহলির এটা প্রথম জরিমানা হলেও অপরাধ দ্বিতীয়। এর আগে আউট হয়ে সাজঘরে ফেরার সময় মাঠের পাশে থাকা চেয়ার আঘাত করেছিলেন কোহলি। সেই অপরাধের জনও কোহলিকে সকর্ত করা হয়েছিল

এদিকে, আইপিএলে এখন পর্যন্ত বেশ কয়েকজন অধিনায়ক স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণেছেন। এর আগে মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মা ও ইয়ার মরগানও জরিমানা দিয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উড়তে থাকা কোহলিদের মাটিতে নামালো ধোনিরা

উড়তে থাকা কোহলিদের মাটিতে নামালো ধোনিরা

স্বেচ্ছায় আইপিএল ছাড়লেন অশ্বিন

স্বেচ্ছায় আইপিএল ছাড়লেন অশ্বিন

আইপিএল বন্ধ করে অক্সিজেন কেনার পরামর্শ শোয়েবের

আইপিএল বন্ধ করে অক্সিজেন কেনার পরামর্শ শোয়েবের

সাকিবদের তলানিতে নামিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজরা

সাকিবদের তলানিতে নামিয়ে জয়ে ফিরলো মোস্তাফিজরা