মাঠে এবং মাঠের বাইরে উভয় জায়গায়ই খারাপ সময় পার করছে রাজস্থান রয়্যালস। আইপিএলে ইতিমধ্যে ৪ ম্যাচে ১ জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এরই মাঝে আরও একটি দুঃসংবাদ পেল রাজস্থান। রাজস্থানের হয়ে আর মাঠে নামা হচ্ছে না ইংল্যান্ড জাতীয় দলের পেসার জোফরা আর্চারের। সব কিছু মিলিয়ে বিপাকেই পড়েছে রাজস্থান রয়্যালস।
শুক্রবার (২৩ এপ্রিল) ব্যাপারটি নিশ্চিত করে ইসিবি জানায় আঙ্গুলের সার্জারির পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবেন আর্চার।
এক সপ্তাহ ধরেই মাঠে ফেরার জন্য সাসেক্সের সাথে অনুশীলন করছিল আর্চার। আর্চারের সর্বশেষ অবস্থা দেখতে তাঁর অনুশীলন দেখতে যান ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ সিলভারউড এবং পেস বোলিং কোচ (এলিট) জন লুইস। দুজনের নিবিড় পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত নেয় যে, আরও দুই সপ্তাহ পর শতভাগ ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন আর্চার।
তবে তখন আইপিএল নয়, সাসেক্সের হয়েই মাঠে নামবেন তিনি। আর্চারের আগে রাজস্থান দল থেকে ইঞ্জুরির কারণে ছিটকে পড়েন বেন স্টোকস, আরেক ইংলিশ ক্রিকেটার লিভিংস্টোন মানসিক অবসাদের কারণে আইপিএল না খেলেই ফিরে গেছেন দেশে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]