আইপিএলের চলমান ১৪তম আসরে সময় ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। টুর্নামেন্টে টানা হ্যাটট্রিক হারের স্বাদ নিতে হয়েছে সাকিব আল হাসানের দল কলকাতাকে। সর্বশেষ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে অধিনায়ক ইয়ান মরগানকে বড় অংকের জরিমানা করা হয়েছে।
চেন্নাইয়ের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সময় স্লো ওভার রেটের কারণে মরগারকে ১২ লাখ রুপি জরিমারা করেছে আইপিএল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) আইপিএলের অফিশিয়াল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়ানখেদে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আইপিএলের ১৫তম ম্যাচে স্লো ওভারের কারণে এ জরিমানা করা হয়েছে।
চলমান আসরে ন্যূনতম ওভার রেট অপরাধে অধিনায়ক মরগানের এটিই প্রথম জরিমানা। তবে একই অপরাধ আবারও হলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতে ১৮ রানে হেরে গেছে কলকাতা। ২২১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২০২ রান করেছিল তারা। টুর্নামেন্টে নিজেতের প্রথম তিন ম্যাচে আশানুরুপ পারফরমেন্স না করতে পারায় এ ম্যাচে সাকিব আল হাসানকে একাদশে খেলানো হয়নি। নিজেদের চার ম্যাচে টানা তিন পরাজয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে রয়েছে কলকাতা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]