লো-স্কোরিং ম্যাচে জয়ের আশা জাগিয়ে জয় না পেলেও জরিমানা গুনতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। মঙ্গলবার (২০ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই জরিমানর কবলে পড়েন তিনি। দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে পরাজিত হয় মুম্বাই।
মূলত স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে। ব্যাপারটি নিশ্চিত করে এক বিবৃতিতে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, `নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারায় রোহিত শর্মাকে জরিমানা করা হয়। টুর্নামেন্ট এ তিনি এমনটি প্রথমবার করায় শুধু মাত্র তাকে জরিমানা করা হয়েছে।`
আইপিএলের নিয়ম অনুযায়ী কোন অধিনায়ক নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করতে না পারলে তাকে জরিমানা করা হয়, একই অপরাধ আবার করলে তখন দলের সবাইকেই জরিমানা করা হয়, তারপরও যদি আবার একই ভুল হয় তখন উক্ত দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
এদিকে, মঙ্গলবার (২০ এপ্রিল) আইপিএলের ১৪তম আসরের লো স্কোরিং ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। অমিত মিশ্রার দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে টুর্নামেন্ট এর তৃতীয় জয় পায় দিল্লি ক্যাপিটালস
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]