দল হিসেবে সময়টা ভালো যাচ্ছে না কেকেআরের। টানা দুই ম্যাচ হেরে নানা সমালোচনায় এখন সাকিবের কলকাতা। অনেকে ধারণা, দলের খেলোয়াড়দের মাঝেই নেই ভালো সম্পর্ক । এতকিছুর মাঝে নতুন করে সমালোচনায় যোগ দিলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। পুরো দল নন, তার সমালোচনার শিকার হয়েছে আন্দ্রে রাসেল।
খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে রাসেলের তুলনা নেই। কলকাতা দলের অন্যতম আশা ভরসাও এই রাসেল। রাসেলের পারফরম্যান্স নয়, বরং তার ফিটনেস এবং শরীর নিয়েই প্রশ্ন তুললেন ভন।
রাসেলের সমালোচনা করে ভন বলেন, `কেকেআরে রাসেলের মতো দারুণ একজন খেলোয়াড় রয়েছে যে কিনা একজন সুপারস্টার। অথচ ফিল্ডিংয়ের সময় সে নিচু হয়ে বল ধরতেই চেষ্টা করে না, বেশির ভাগ সময়ই ব্যবহার করছে পা। দলের অধিনায়কের উচিত এ নিয়ে ভাবা।`
টি-টোয়েন্টির মত ফরম্যাটে রাসেলকে বাদ দেয়ার সুযোগ নেই সেটিও জানেন ভন, তিনিও বাদ দেয়ার পক্ষে নন। বরং রাসেল ফিটনেস সমস্যা দূর করুক এটাই ভনের চাওয়া। তিনি বলেন, ` টি-টোয়েন্টি ফরম্যাটে রাসেলকে বাদ দেয়ার সুযোগ নেই। অথচ ফিল্ডিং বা বোলিং করার সময় দেখা যায় সে নিজের শরীর নিয়েই সমস্যায় ভুগছে।`
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]