ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসর চললেও গত ১৩টি আসরে কখনো শিরোপা জিততে পারেনি বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এবারের আসরে শিরোপা জিতলে উল্লাসের আগেই জ্ঞান হারাবেন বলে জানিয়েছেন ব্যাঙ্গারোরের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
ব্যাঙ্গালোরের হয়ে দীর্ঘদিন আইপিএল খেললেও দলের মতো ডি ভিলিয়ার্সও ট্রফি জয়ের স্বাদ নিতে পারেননি। তবে এবার সেই বন্ধ্যাত্ব ঘোচাতে চায় বিরাট কোহলি কোং। ব্যাঙ্গালোরের হয়ে শিরোপা জিততে মুখিয়ে আছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ও।
তবে শিরোপা জিতলে বাঁধভাঙ্গা উল্লাসের করার আগেই জ্ঞান হারাবেন বলে জানিয়ে দিলেন ডি ভিলিয়ার্স। ব্যাঙ্গালোরের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স এমন কথা বলেছেন।
তিনি বলেন, ‘সকলেই ট্রফি জিততে চায়, আমিও আইপিএল জিততে চাই। তবে ট্রফি জিতলে কী করবো জানি না। হয়তো অজ্ঞান হয়ে যাবো। যারা ট্রফি জিতেছে, যেমন শেন ওয়াটসন, তার সাথে কথা বলেছি। ওয়াটসন বলেছিল, ট্রফি জেতার কয়েক মূহুুর্ত পর বোঝা যায়, ট্রফি জেতার থেকেও অনেক বড় জিনিস রয়েছে।’
আইপিএলে খেলা দারুণ উপভোগ করেন ডি ভিলিয়ার্স। বলেন, ‘দলের সকলের সাথে একাত্ম হওয়া, পৃথিবীর সবচেয়ে বড় প্রতিযোগিতায় (আইপিএল) অংশ নিতে পারা, এগুলো ট্রফি জয়ের থেকেও বড়। আইপিএলে খেলতে আসলে যে বন্ধুত্ব তৈরি হয়, তা সত্যিই অতুলনীয়। তবে মিথ্যে বলে লাভ নেই, আমরা ট্রফি জিততে চাই, আমাদের প্রধান ও প্রাথমিক লক্ষ্য শিরোপা জয়।’
আইপিএলের চলমান আসরে এখন পর্যন্ত নিজেদের তিন ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সর্বশেষ ম্যাচে কলকাতার বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। ম্যাচ সেরা হওয়া এবি ডি ভিলিয়ার্সের এ ইনিংসেও ৯টি চারের সাথে তিনটি ছক্কার মার ছিল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]