চলমান আইপিএলের দশম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিজেদের তিন ম্যাচের সবগুলোতেই জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থারে রয়েছে ব্যাঙ্গালোর। অন্যদিকে, প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল সাকিব আল হাসানের কলকাতা।
রোববার (১৮ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বিরাট কোহলির ব্যাঙ্গালোর। ব্যাট হাতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বড় স্কোর করতে ব্যর্থ হলেও চতুর্থ উইকেট জুটিতে ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের সংগ্রহ গড়ে ব্যাঙ্গালোর।
৪৯ বলে ৭৮ রান করে গ্লেন ম্যাক্সওয়েল সাজঘরে ফিরলেও পরের দিকে আরও বিধ্বংসী ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। গ্লেন ম্যাক্সওয়েলের ইনিংসে ৯টি চার ও তিনটি ছক্কার মার ছিল।
শেষ দিকে ৩৪ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম দিকে সাকিব আল হাসান ২ ওভারে ২৪ রান দেওয়ায় তাকে আর বলে আনেননি ইয়ান মরগান। তবে শেষ দিকে আন্দ্রে রাসেলের বলে ব্যাট হাতে ঝড় তোলের ভিলিয়ার্স। তার এ ইনিংসেও ৯টি চারের সাথে তিনটি ছক্কার মার ছিল।
এছাড়া অন্যপ্রান্তে ৪ বলে ১১ রান অপারজিত ছিলেন কাইল জেমিসন। এর আগে বিরাট কোহলি ৬ বলে ৫, দেবদূত পাদিক্কাল ২৮ বলে ২৫ রান করেন।
২০৫ রানের জবারে ব্যাট করতে নেমে বড় পাটর্নারশীপ গড়তে পারেনি কলকাতা। নিয়মিত উইকেট হারানো মিছিলে ব্যাট হাতে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল।
এছাড়া অধিনায়ক ইয়ান মরগান ২৯, সাকিব আল হাসান ২৬, রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে ২৫ রান আসে। যা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ সেরা হয়েছেন ব্যাঙ্গালোরের এবি ডি ভিলিয়ার্স।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]