সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ রানের জয় তুলে আইপিএল শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে একাদশে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থ হলেও নিজের প্রথম বলেই উইকেট শিকার করা সাকিবকে এবার দ্বিতীয় ম্যাচেও একাদশে রেখেছে কলকাতা।
আইপিএলের ১৪তম চলমান আসরের পঞ্চম ম্যাচে মঙ্গলবার (১৩ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে সাকিবের কলকাতা। প্রথম ম্যাচ টস হারলেও এবার জিতেছে তারা। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ান মরগান।
মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ হেরেছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স জিতেছে। এছাড়া এই দু'দলের মুখোমুখিতে জয়ের দিকে এগিয়ে রয়েছে মুম্বাই। সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই হেরেছে কলকাতা।
কলকাতার প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫ বলে মাত্র ৩ রান করেছিলেন সাকিব আল হাসান। এছাড়া বল হাতে ৪ ওভারে ৩৪ দিয়ে শিকার করেছিলেন একটি উইকেট।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
ইয়ান মরগান (অধিনায়ক), শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাথি, আন্দ্রে রাসেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, প্যাট কামিন্স, প্রাসিধ কৃষ্ণা, হরভজন সিং ও বরুন চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেরক্ষক), সুর্যকুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট ও জসপ্রিত বুমরাহ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]