স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৪ এপ্রিল ২০২১
স্যামসনের রান না নেওয়াটা সঠিক ছিল : সাঙ্গাকারা

আইপিএলের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে সোমবার (১২ এপ্রিল) দারুণ লড়াই করেও হারের স্বাদ নিয়েছে রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংসের দেওয়া ২২২ রানের টার্গেটে ২১৭ রানে থেমে যায়  রাজস্থান। ইনিংসে শেষ বল পর্যন্ত চেষ্টা চালিয়েও শেষ হাসিটা হাসতে পারেননি রাজস্থানের অধিনাক সঞ্জু স্যামসন।

অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকালেও জয়ের স্বাদ নিতে পারেননি সঞ্জু স্যামসন। শেষ দুই বলে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। পঞ্চম বলে ডট এবং শেষ বলে আউট হন ৬৩ বলে ১১৯ রান করা স্যামসন।

শ্বাসরুদ্ধকর ম্যাচ মাত্র ৪ রানে হেরে যাওয়ার পরও দলের পরিচালক কুমার সাঙ্গাকারা অধিনায়ক সঞ্জু স্যামসনসহ দলের তরুণ ক্রিকেটারদের প্রসংশা করেছেন। চাপের মাঝেও তরুণ ক্রিকেটারা যেভাবে ব্যাট করেছেন তাতে বিস্মিত প্রকাশ করেছে লঙ্কান এই সাকেব ক্রিকেটার।

এছাড়া, রাজস্থানের অধিনায়ক স্যামসন শেষ ওভারের পঞ্চম বলে রান না নেওয়ায় অনেকে নানা মত প্রকাশ করলেও কুমার সাঙ্গাকারা মনে করছেন সিদ্ধান্তটি সঠিক ছিল। স্যামসনের উপর তার বিশ্বাস ছিল।

ম্যাচ শেষে সাঙ্গাকারা বলেন, `যখন আপনার মনে হবে যে, আপনি ভালো ফর্মে আছেন, ব্যাটে ভালো টাইমিং পাচ্ছেন, মনে বিশ্বাস রয়েছে, তখন আপনারই উচিত দায়িত্বটা নেওয়া। আর সে (স্যামসন) সেটাই করেছে। তার (স্যামসর) এ রকম সাহসিকতায় আমি মুগ্ধ।`

সাঙ্গাকারার বিশ্বাস এবার না পারলেও পরেরবার রাজস্থানকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েই মাঠ ছাড়বেন স্যামসন। শুধু স্যামসন নয়, দলটির আরেক ব্যাটসম্যান রিয়ান পরাগেরও প্রশংসা করেন তিনি।

সাঙ্গাকারা বলেন, `রিয়ান অসাধারণ খেলোয়াড় যেটা সে ইতিমধ্যেই দেখিয়েছে। রিয়ানকে এমন চাপহীন দেখতে পেরে ভালো লাগছে। দলের প্রতি তরুণদের এমন ইতিবাচক পারফরম্যান্স প্রশংসার দাবিদার।`

চলমান আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। দলের প্রথম ম্যাচেই একাদশে ছিলেন মোস্তাফিজ। তবে নিজের নামের সুবিচার করতে পারেননি ফিজ। বল হাতে চার ওভারে ৪৫ রান দিলেও ছিলেন উইকেট শূন্য।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 



শেয়ার করুন :


আরও পড়ুন

ডাবল দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন নাফীস

ডাবল দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছেন নাফীস

নতুন মাইলফলকে ক্রিস গেইল

নতুন মাইলফলকে ক্রিস গেইল

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

বিশ বছরে এক জয়, তবুও আশার বাণী

আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়

আট বোলার ও স্যামসনের সেঞ্চুরি, সবকিছু ছাপিয়ে পাঞ্জাবের জয়