ইউনিভার্স বস হিসেবে খ্যাতি লাভ করা ক্রিস গেইল নিজের করে নিলেন আরও একটি রেকর্ড। সোমবার (১২ এপ্রিল) আইপিএলের ১৪তম আসরে পাঞ্জাবের হয়ে ২৯ বলে ৪০ রান করেন তিনি। এ ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়েছেন গেইল।
আইপিএল মানেই চার-ছয়ের ফুলঝুড়ি। আইপিএলে ব্যাটসম্যানরা যেন ছক্কা হাঁকাতেই বেশি পছন্দ করেন। ছক্কা হাকিয়েই নতুন এক মাইলফলকে পা দিলেন ক্রিস গেইল।
৪০ রানের ইনিংসে ছিল ২টি ছয়, আর তাতেই আইপিএল ক্যারিয়ারে তিনি ৩৫১টি ছক্কা হাঁকানোর রেকর্ড করেন গেইল। আইপিএলের ইতিহাসে এতো ছক্কা আর কারো নেই।
গেইলের পরে দ্বিতীয় স্থানে থাকা এবি ডি ভিলিয়ার্সের ছক্কা ২৩৭টি। সর্বাধিক ছক্কা হাঁকানোতে তালিকার তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। এরপরের স্থান যথাক্রমে রোহিত শর্মা (২১৪) ও ভিরাট কোহলির (২০১)।
সোমবার (১২ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ রানের জয় পেয়েছে ক্রিস গেইলের পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২১ রান সংগ্রহ করে তারা। জবাবে স্যামসনের অনবদ্য এক শতকে ২১৭ রান করতে সক্ষম হয় রাজস্থান।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]