জয় দিয়েই আইপিএলের আসরটা শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের মাঠে হায়দরাবাদকে ১০ রানে পরাজিত করেছে তারা। ম্যাচে অনেকটাই সাদা-মাটা পারফরম্যান্স করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতে ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট।
পরাজয় অব্যাহত হায়দরাবাদ
চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে কখনোই ম্যাচ জিততে পারেনি হায়দরাবাদ। চেন্নাইয়ের সুপার কিংসের বিপক্ষে খেলা সকল ম্যাচেই তারা হারের স্বাদ গ্রহণ করে। এবারর আসরের নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কলকাতাকে পেলেও পূর্বের মতো পরাজয়ই সঙ্গী হলো হায়দরাবাদের।
শততম জয় কলকাতার
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে জয়ের মধ্য দিয়ে তৃতীয় দল হিসেবে আইপিএলে শততম জয় পেল কলকাতা। কলকাতার পূর্বে প্রথম দল হিসেবে শততম জয়ের মাইলফলকে পা রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস।
৭ বছর পর কলকাতার জয়
হায়দরাবাদের মতো চেন্নাইয়ের মাঠে সুখকর স্মৃতি নেই কলকাতারও। সর্বশেষ ২০১২ সালের পর এই মাঠে খেলা সকল ম্যাচেই হারের স্বাদ পেয়েছে কলকাতা। অবশেষ ৭ বছর পর হারের বৃত্ত থেকে বের হয়ে জয় পেয়েছে তারা।
আবারও ব্যর্থ পান্ডের ফিফটি
কলকাতার বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের দশম অর্ধশতক পূরণ করেছিলেন পান্ডে। তবে দুঃখের বিষয় হলো, পান্ডে ফিফটি করেছে এমন ১০ ম্যাচের ৮টিতেই হেরেছে তার দল।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]