ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে জয় দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আসরের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানের হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের কলকাতা।
রোববার (১২ এপ্রিল) টস জিতে প্রথমের বোলিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ফলে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের স্কোর গড়ে কলকাতা।
ব্যাট হাতে ওপেনার নিতিশ রানা ৮০ রান করেন। ৫৬ বলে তার এ ইনিংসে ৯টি চারের সাথে ৪টি ছক্কার মার ছিল। দলের পক্ষে ব্যাট হাতে অর্ধশত করেন রাহুল ত্রিপাথি। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন। এছাড়া আরেক ওপেনার শুভমান গিল ১৩ বলে ১৫ এবং শেষ দিকে দিনেশ কার্তিক ৯ বলে অপরাজিত ২২ রান করেন।
১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পরে হায়দরাবাদ। দলীয় ১০ রানেই হারিয়ে বসে দুটি উইকেট। দ্বিতীয় ওভারে অধিনায়ক ডেভিড ওয়ার্নার সাজঘরে ফিরেন। তৃতীয় ওভারে বল হাতে নিজের প্রথম ওভারের প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। চলমান আইপিএলের নিজের প্রথম বলেই উইকেট শিকার করে সাকিব।
দলীয় ১০ রানে ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় হায়দরাবাদ। তৃতীয় উইকেট জুটিতে জনি বেয়ারেস্টকে সঙ্গে নিয়ে ৯২ রানের জুটি গড়েন মানিশ পান্ডে। ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলে জনি বেয়ারেস্ট আউট হলে তাদের জুটি ভাঙে।
শেষ পর্যন্ত ৪৪ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস খেললেও দরকে জয় উপহার দিতে পারেননি মানিশ পান্ডে। শেষ ওভারে জয়ের জন্য ২২ রান প্রয়োজন হলে আন্দ্রে রাসেলের বল থেকে ১১ রান নিতে পারে হায়দরাবাদ।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]